সহজেই রান্না করুন চিকেন তেহারি

তেহারির নাম শুনলে সবার আগে মনে পড়ে গরুর মাংসের কথা। তবে শুধু গরুর মাংস দিয়েই নয়, সুস্বাদু তেহারি রান্না করা যায় মুরগির মাংস দিয়েও। যেহেতু মুরগির মাংস রান্না হতে সময় কম লাগে তাই এই তেহারি আপনি তৈরি করতে পারবেন ঝটপট। ছুটির দিনে দুপুরের খাবারে রাখতে পারেন সুস্বাদু এই পদ।
আসুন জেনে নেয়া যাক চিকেন তেহারি রান্নার রেসিপি-
মাংস রান্না করতে যা লাগবে : চিকেন- দেড় কেজি, দই- ১/৪ কাপ, পেঁয়াজ কুচি- ১/৪ কাপ, পেঁয়াজ বাটা- ১/৪ কাপ, এলাচ- ৪টি, দারুচিনি- ৩টি, তেজপাতা- ১টি, আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ, টমেটো সস- ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া- ১ চা চামচ, ভাজা জিরা গুঁড়া- ১ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, সরষে তেল- ১/২ কাপ, লবণ- স্বাদমতো, চিনি ১ চা চামচ।
পোলাও রান্না করতে লাগবে ; পোলাওর চাল- ৪ কাপ, কাঁচা মরিচ- ১০টি, সরিষার তেল- পরিমাণমতো, ঘি- ২ টেবিল চামচ, লবণ- স্বাদমতো, গরম পানি- পরিমাণমতো।
যেভাবে রান্না করবেন : চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসে অল্প মরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে হালকা ভেজে নিন। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার তাতে সব মসলা একে একে দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর তার মধ্যে দই ও সস একসঙ্গে ফেটিয়ে দিয়ে দিন।
এবার ওই মিশ্রণে চিকেন ও আধা কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে অল্প আঁচে রান্না করতে থাকুন। এরপর অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে চাল দিয়ে মিনিট তিনেক ভেজে নিন। এরপর তাতে গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে ফুটতে দিন।
ভাত ফুটে উঠলে রান্না করা গ্রেভিসহ মাংস ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন। অল্প আঁচে ঢেকে রান্না করুন। তবে ঢাকনা পুরোপুরি দেওয়ার পরে আর ঢাকনা খুলবেন না এবং পোলাও নাড়বেন না। পোলাও ঝরঝরে হওয়ার জন্য এটি জরুরি। ঢাকনা দেওয়ার মিনিট বিশেক পর আঁচ বন্ধ করে দিন। শেষে পোলাওর মধ্যে ঘি ও চিনি মিশিয়ে নিয়ে আবার মিনিট খানেক ঢেকে দিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিকেন তেহারি।
জামান / জামান

সহজেই তৈরি করুন সুস্বাদু আমের পায়েস

ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে ৫ উপাদান

ডায়াবেটিস রোগীর জন্য উপকারী ৫ ফল

ঘরেই সহজে তৈরি করুন মজাদার চটপটি

নখ ঘষলেই লম্বা হবে চুল!

গরমে প্রাণ জুড়াতে পান করুন লিচুর শরবত

ইলিশ মাছের পাতুরি তৈরির রেসিপি

পাকা আম দিয়ে তৈরি করুন সুস্বাদু পুডিং

চুলের যত্নে ব্যবহার করুন মেহেদি

যেভাবে পরিষ্কার করবেন রান্নাঘরের তেল চিটচিটে টাইলস

স্লিম দেখাতে যে পোশাক পরবেন

আমের মোরব্বা তৈরির রেসিপি
