স্বাধীনতা তুমি 

news paper

মশিউর আনন্দ

প্রকাশিত: ২৭-৩-২০২২ দুপুর ২:৩৭

14Views

স্বাধীনতা তুমি 

রোকসানা সিদ্দিক 

স্বাধীনতা তুমি বাংলার মাটি বাংলার ফুল ও ফল,
স্বাধীনতা তুমি পাহাড় নদী সাগর অথই জল।

স্বাধীনতা তুমি কৃষকের ঘামে ফলানো শস্য- ফুল,
স্বাধীনতা তুমি পল্লি মেয়ের আদুরে কানের দুল।

স্বাধীনতা তুমি মায়ের আঁচলে নকশির কারুকাজ, 
স্বাধীনতা তুমি কৃষক বাবার লাঙল-জোয়াল সাজ।

স্বাধীনতা তুমি নববধূর নোলক দোলানো হাসি,
স্বাধীনতা তুমি যুবকের বুকে উচ্ছ্বাস রাশিরাশি। 

স্বাধীনতা তুমি রাখালের ঠোঁটে মিষ্টি  বাঁশির সুর,
স্বাধীনতা তুমি ফেরিওয়ালার পায়ে হাঁটা পথ দূর।

স্বাধীনতা তুমি  ভাটিয়ালি সুরে বাউলের কোন গান,
স্বাধীনতা তুমি গদ্য-কথায় জুড়িয়ে দিয়েছো প্রাণ।

স্বাধীনতা তুমি হাসন- লালন- নজরুলের গীতি-নৃত্য,
স্বাধীনতা তুমি সবুজের মাঝে  পতাকার লাল বৃত্ত। 

স্বাধীনতা তুমি দ্বন্দ্ব-বিভেদ গুঁড়িয়ে দেওয়া স্বদেশ,
স্বাধীনতা তুমি রক্তের দামে কেনা এ বাংলাদেশ।


আরও পড়ুন