ডিজিটাল প্রতিবেশী

news paper

তামাচ্ছুম আনজুম

প্রকাশিত: ১৯-৩-২০২২ রাত ৯:৪০

12Views

আমি চাই আমার এমন প্রতিবেশী হোক!

অন্যের গিবত করার প্রতি থাকবে না যার ঝোঁক।

আমার ক্ষতি না করে যে আমার ভালো চাইবে

গিবত করা ছেড়ে দিয়ে, সাম্যের গান গাইবে।

হিংসার বশে আমার মন করবে নাতো ক্ষত

ঘরের পিছে থাকবে না লেগে সিসি টিভির মতো।

 আমি এমন প্রতিবেশী চাই

যাদের মনে হিংসা বলে কোনোকিছু নাই।

আমি বিপদে পড়লে যে আমার খোঁজ নেবে

খারাপ উপদেশ না দিয়ে ভালো উপদেশ দেবে।

আমি এমন প্রতিবেশী চাই না

আমার ভালো দেখলে যে রেগে হয়ে যায় হায়না।

তারা ওত পেতে থাকে ঘরে

ক্ষতি করতে বানিয়ে ইতিহাস গড়ে।

 আমার ভালো দেখলে যে হিংসায় জ্বলে মরে

কী করে ক্ষতি করা যায় সেই চিন্তা করে।

তখন তাদের চোখের দিকে তাকানো যায় না

আমি তো এমন প্রতিবেশী চাই না।

এমন প্রতিবেশী সমাজে আছে ভরি ভরি

তবুও আমরা আপন ভেবে সুসস্পর্ক গড়ি।

ভালো মানুষের মুখোশে থাকে যায় না তাদের চেনা

তাদের উন্নতি করে গেলাম, নিজের বাড়িয়ে দেনা।

তারা নিজের দিকটা দেখে না

নিজের ঘরে কী হয় সে খবর রাখে না।

আমি এমন প্রতিবেশী চাই

যেখানে ধনী-গরিব কোনো ভেদাভেদ নাই।

দু'বেলা না খেলে যে অন্ন যোগান দেবে

বিপদে পড়লে যে উদ্ধার করে নেবে।

এমন প্রতিবেশী যেন থাকে না মোদের দেশে

কারো যেন ক্ষতি না হয়, তাদের মায়ায় ফেঁসে।

তাদের তরে আমার আর বলার কিছু নাই

দোয়া করি তারা যেন ভালো হয়ে যায়।

সৎ ভালো প্রতিবেশী সবাই যেন পায়

তাদের মনের হিংসা যেন পুড়ে হয়ে যায় ছাই।

যে প্রতিবেশীর দ্বারা কষ্ট পায় না কোনো লোক

আমি চাই আমার এমন প্রতিবেশী হোক।


আরও পড়ুন