ঝলসানো মনে নীল রঙের ভালবাসা

news paper

মশিউর আনন্দ

প্রকাশিত: ২০-২-২০২২ রাত ৮:৩২

12Views

ঝলসানো মনে নীল রঙের ভালবাসা
     ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ,ডেনমার্ক
 
কাশফুল রুপালী নদীর মত
হতাম যদি অতল অভিযান,
কাছে পেয়ে ভুলে গিয়ে ডুবিয়ে দিতাম
তোমার মনোমঞ্চের নাটকীয় ভান।
 
সব আকাশের নীল রঙ ঢেলে দিয়ে
খয়েরী কাগজে আকতাম শুধু আমার 
মনের কথা। দিতাম না কোন স্মারকচিহ্ন
বা শরীরের কৃষ্ণকায় ঘাম ইশারার।
 
ভালবাসার অতলান্তিক ক্লান্ত ঢেউ
একে গেলে যুবকের কালিতল মনে যায়,
বাসনার সাত-পাঁচ নিয়ে ভেবে কি লাভ? 
নিয়ন্ত্রনের যাদুকাঠি সে তো অনিয়ন্ত্রন, হায়!
 
জীবনের শুভ জ্যোৎস্না আদান প্রদান,
আষাঢ়ের মেঘঢাকা পূর্ণীমার কি দেবে সে দাম?
অন্ধকারে আধাঁরের নগ্নতার যে নাচ, মোর
চিত্রাঙ্কনই তোমার ভোগের চিত্র অবিরাম।
 
বিমলীন স্মৃতি দেবো রেখে, তৎকাল হঠাৎ
সিন্দুকের হৃদয়ে। যখনই শরীরের নির্জন জবাব
ডাক দেবে, তখনই আহ্লাদ, আনন্দ আর উল্লাস!
তখনই ভালবাসার কল্পনা আর খোয়াব!

আরও পড়ুন