ধামইরহাটে আলতাদিঘী শালবনে রোপন করা হলো সাড়ে ২২ হাজার চারা

news paper

এম এ মালেক (ধামইরহাট)

প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ৩:১৩

53Views

নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ২শত বছরের প্রাচীন শালবনে সাড়ে ২২ হাজার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন দুপুর ১২ টায় জাতীয় উদ্যানের শালবন এলাকায় মহুয়া, ডেউয়া ও গর্জন প্রজাতির চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল।

পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একে এম ফরহাদ জাহানের সভাপতিত্বে সুফল প্রকল্পের আওতায় ষ্টেন্ড ইনপ্রুভমেন্ট শাল এসোসিয়েট বাগান সৃজনে লক্ষে বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. ইস্রাফিল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক মাসুদ সরকার, ইউপি সদস্য চঞ্চল প্রমুখ। 

বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শালবনের সাথে সহায়ক প্রজাতি হিসেবে, মহুয়া, ডেউয়া ও গর্জন, চাপালিশ, আমলকি, হরিতকী, বহেরা, জাম, শাল, জারুল,ঢাকিজাম, বনকাঠাল সহ ২২ প্রজাতির চারা এ প্রকল্পের মাধ্যমে লাগানো হবে। 

ধামইরহাট,পত্নীতলা ও পাইকবান্দা বিটের দায়িত্বপালন কারী ফরেষ্ট রেঞ্জ অফিসার ফরহাদ জাহান জানান, আলতাদিঘী জাতীয় উদ্যানের উন্নয়নকল্পে বরাদ্দকৃত ৩৫ কোটি টাকার কাজ সম্পন্ন হলে জাতীয় উদ্যান পর্যটকদের কাছে আরও আকশনীয় ও দৃষ্টিনন্দন হবে বলে আশা করছি।


আরও পড়ুন