কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

news paper

একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম

প্রকাশিত: ১০-৬-২০২১ রাত ৯:৩৪

26Views

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে তাবাসসুম আক্তার নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শিশুটি বাড়ির উঠানে একটি ডোবার পাশে খেলছিল। এ সময় তার মা পাশেই গরু বাঁধতে যান। ফিরে এসে দেখেন শিশুটি নেই। পরে ডোবায় খোঁজাখুজি করে শিশুটিকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আরও পড়ুন