শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত: ৮-৬-২০২১ রাত ১০:৪০
সিরাজগঞ্জের শাহজাদপুরে দেড় বছর বয়সী আকিব হোসেন নামে একটি শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। আকিব হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেড়াকুচাটিয়া গ্রামের কৃষক শাহাদত হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৮ জুন) বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেড়াকুচাটিয়া গ্রামের কৃষক শাহাদত হোসেনের স্ত্রী মোছা. আলপনা খাতুন তার দেড় বছরের ছেলে আকিবকে বাড়ির উঠানে বসিয়ে রেখে ধান শুকানোর কাজ করছিলেন। কিছুক্ষণ পর খেয়াল করেন শিশুপুত্র আকিব আশপাশে নেই। এ সময় তার কান্নাকাটিতে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার আগে বাড়ির পাশের পুকুরে শিশু আকিবের লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম (বাবু) পানিতে ডুবে শিশু আকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।