ইএসডিও-সীডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন

news paper

একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম

প্রকাশিত: ৬-৬-২০২১ বিকাল ৫:৫৭

94Views

‘পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৫ জুন) স্ট্রমী ফউন্ডেশনের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থসামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্পের আওতাভুক্ত কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী উপজেলার ৯টি ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস-২০২১ উদ্যাপন করা হয়। কোভিড-১৯ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করা হয়।

উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রকল্পের আওতাভুক্ত ৩ হাজার পরিবারের সদস্যবৃন্দ, সংলাপ সেন্টারের কিশোর-কিশোরী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ; বিশেষত ইউনিয়র পরিষদের মেম্বার-চেয়ারম্যানগন।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে মানুষের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা ও অতিথিদের মাধ্যমে গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সকল সদস্য এবারের বর্ষা মৌসুমে দুটি করে চারাগাছ রোপণের প্রতিজ্ঞা করেন।


আরও পড়ুন