কেশবপুরে নদী খনন কাজ পরিদর্শন করলেন বিএনপি নেতা আবুল হোসেন আজাদ

news paper

সোহেল পারভেজ, কেশবপুর

প্রকাশিত: ১৭-৭-২০২৫ বিকাল ৫:২৭

55Views

যশোরের কেশবপুরে হরিহর, আপার ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীর খনন কাজ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। আজ বৃহস্পতিবার সকালে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিন নদীর সংযোগস্থলে যান এবং খনন কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সুমন সিকদারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকসহ অনেকে।

উল্লেখ্য, হরিহর, আপার ভদ্রা ও বুড়োভদ্রা নদীর নাব্যতা না থাকা এবং অপরিকল্পিত মাছের ঘেরের কারণেই গত কয়েক দিনের বৃষ্টিতে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার অধিকাংশ নদী ও খালের কচুরিপানা অপসারণ না করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে হরিহর ও বুড়িভদ্রা নদীর উপচে পড়া পানিতে তলিয়ে গেছে পৌর এলাকাসহ উপজেলার অধিকাংশ নিম্ন অঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে পৌরসভা ও সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার। পানিবন্দি মানুষ বসত বাড়ি ছেড়ে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে আশ্রয় নিতে শুরু করেছে। এছাড়া তলিয়ে গেছে কেশবপুর পাইকারি কাঁচাবাজার, ধান হাট, হলুদ হাটসহ প্রধান প্রধান সড়ক। অপরদিকে, উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত দুই সপ্তাহ ধরে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।


আরও পড়ুন