এসসিও সহযোগিতার ক্ষেত্রগুলো ক্রমাগত প্রসারিত করছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

news paper

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৪:০

14Views

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই থিয়ানচিনে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সম্মেলনে সভাপতিত্ব করেন।

সম্মেলনে ওয়াং ই বলেন, "এসসিও প্রতিষ্ঠার ২৪ বছরে সদস্যদেশগুলোর নেতাদের কৌশলগত নির্দেশনায়, এসসিও একটি স্থিতিশীল ও ইতিবাচক উন্নয়নের গতি বজায় রেখেছে। সহযোগিতার ক্ষেত্রগুলো ক্রমাগত প্রসারিত হচ্ছে, আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পাচ্ছে এবং এর কৌশলগত মূল্য আরও বিশিষ্ট হয়ে উঠেছে। এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ উন্নয়ন অর্জনে সদস্যরাষ্ট্রগুলির জন্য একটি নির্ভরযোগ্য সমর্থন হয়ে উঠেছে। এসসিও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং অভিন্ন উন্নয়ন অর্জনে সদস্যদেশগুলোর জন্য একটি নির্ভরযোগ্য মঞ্চ হয়ে উঠেছে।"

তিনি আরও বলেন, "'শাংহাই চেতনা' এগিয়ে নিয়ে যেতে হবে; যৌথভাবে নিরাপত্তা সুরক্ষা ও বিপদ মোকাবিলা করতে হবে; পারস্পরিক স্বার্থ ও জয়-জয় পরিস্থিতি সৃষ্টি করতে হবে; মৈত্রী বাড়াতে ও যৌথভাবে সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে; এবং যৌথভাবে ন্যায়বিচার ও ন্যায্যতা রক্ষা করতে হবে।"

সম্মেলনে উপস্থিত সকল পক্ষ পর্যায়ক্রমে সভাপতি রাষ্ট্র হিসেবে চীনের অসামান্য কাজ ও ইতিবাচক ফলাফলের প্রশংসা করেন এবং থিয়ানচিন শীর্ষ সম্মেলন যৌথভাবে আয়োজনের জন্য চীনের সাথে সমন্বয় ও সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

ওয়াং ই ও এসসিও’র মহাসচিব নুরলান ইয়েরমেকবায়েভ সম্মেলনের পর যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। ওয়াং ই এসসিও’র শীর্ষ সম্মেলন ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত থিয়ানচিনে আয়োজনের কথা ঘোষণা করেন। তখন ২০টিরও বেশি দেশের নেতারা ও ১০টি আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।


আরও পড়ুন