ডাসারে পিকআপ দুর্ঘটনায় ডিম ব্যবসায়ীর মৃত্যু

news paper

কামরুল আলম, ডাসার

প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৩:২০

58Views

মাদারীপুরের ডাসার উপজেলায় ডিমবাহী একটি পিকআপ খালে পড়ে যাওয়ায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শশীকর-ভূরঘাটা সড়কের আশ্রম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. নুর নবী (২০)। তিনি বরিশালের নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামের নজরুল ইসলাম মিয়ার ছেলে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের একজন চালক এবং অন্যজন হেলপার।

স্থানীয়দের ভাষ্যমতে, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ডিম নিয়ে শরীয়তপুরের দিকে যাচ্ছিল পিকআপটি। আশ্রম এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। এতে নুর নবী, চালক হিজবুল্লাহ ও হেলপার সজিব গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে চালক হিজবুল্লাহ হাসপাতাল থেকে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আহত হেলপার সজিব বলেন, "ডিম নিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি উল্টে যায়, তখনই দুর্ঘটনাটি ঘটে।"

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


আরও পড়ুন