বিদ্যুৎ বিল সংগ্রহে "ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কমিউনিটি ব্যাংক"-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:৩৪
পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহের জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর মধ্যে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাবে এই চুক্তি সম্পাদন হয়।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর আর্থিক বিভাগের মহাব্যবস্থাপক জনাব মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর ডিজিএম (ফাইন্যান্স) জনাব মোঃ আব্দুল খালেক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) জনাব শাহীন আক্তার পারভিন, নির্বাহী প্রকৌশলী এবং কোম্পানি সচিব জনাব রুহুল আমিন, ম্যানেজার (অ্যাকাউন্টস) জনাব মোহাম্মদ আফসার হাসান, ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) জনাব মোঃ মোক্তার হাসান, সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব সজল কুমার রায়, সহকারী ব্যবস্থাপক (হিসাব) জনাব রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) জনাব হেদায়েত ইসলাম। কমিউনিটি ব্যাংক-এর পক্ষে উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম জনাব মোঃ মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ রোকনুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তি অনুযায়ী, পরবর্তী তিন বছরের জন্য আবারও পশ্চিমাঞ্চলের প্রিপেইড ও পোস্ট পেইড বিদ্যুৎ বিল সংগ্রহের দায়িত্ব পেলো কমিউনিটি ব্যাংক।