জয়পুরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:২৫
বুধবার (১৬ জুলাই, ২০২৫) জয়পুরহাটে 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সিভিল সার্জন আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহীদ বিশাল এর মা বুলবুলি খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জুলাই যোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সভার শুরুতে জুলাই ও আগস্টের কয়েকটি ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া, অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।