ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:২২
ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির একটি মামলায় মোঃ মোতালেব হোসেন (৫৫) নামে একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে।
আজ বুধবার (১৬ জুলাই) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মোতালেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার। তিনি শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে।
মামলার আসামিরা হলেন, সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন ও মোঃ শাহীন সহ অজ্ঞাত ১০-১২ জন। এরা সকলেই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারি ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখল করে আসছেন। গত ২৭/০১/২৫ইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজনকে নিয়ে জমিতে গিয়ে সাইনবোর্ড লাগিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এছাড়া এলাকার বিভিন্ন মানুষের জমি ক্রয়-বিক্রয় ও ভবন নির্মাণে এবং সাধারণ মানুষদের রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে তারা চাঁদা আদায় ও দাবি করে আসছে। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পায় না।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, "সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল, ইউপি সদস্য মোতালেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আসামি সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।"