সুবর্ণচর দলিল লেখক সমিতির শোকসভা, দোয়া ও চেক হস্তান্তর
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:৪৮
নোয়াখালীর সুবর্ণচরে প্রবীণ দলিল লেখক মরহুম আব্দুল কুদ্দুস মিয়া এবং মরহুম আব্দুল করিম নিজামের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১২টায় সুবর্ণচর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস মিলনায়তনে এই দোয়ার আয়োজন করে সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতি।
সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর সাব-রেজিস্ট্রি অফিস কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ প্রধান বক্তার বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসুদ মাহমুদ, দলিল লেখক মাঈন উদ্দিন সহ সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার্দী, চরজুবিলী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহ্বায়ক মাঈন উদ্দিন, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ।
বক্তারা মরহুম আব্দুল কুদ্দুস মিয়া ও আব্দুল করিম নিজামের সৎ ও ন্যায়পরায়ণ বর্ণাঢ্য জীবনযাপনের স্মৃতিচারণ করেন এবং তাদের শোকাহত পরিবারের জন্য দোয়া করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ক্বারী আব্দুল মান্নান। পরে মরহুম নিজামের পরিবারকে সুবর্ণচর উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে দেড় লাখ টাকার চেক প্রদান করা হয়।