মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার

news paper

রাজু হোসেন, মেহেরপুর

প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ১:১৫

35Views

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জাকের আলীর ছেলে আলমের বাসা থেকে যৌথবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড অ্যামোনিশনের গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আলমের বাড়িতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় আলমের বাড়ির উঠানে বসানো ধানের গোলার ভেতর লুকানো ওয়ান শুটার গান ও ৩৮ রাউন্ড অ্যামোনিশন গুলি উদ্ধার করা হয়। তবে আলম বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মেহেরপুর মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, "ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেফতার হয়নি, তবে আলমের নামে একটি অস্ত্র ও বিস্ফোরক মামলার প্রস্তুতি চলছে।"


আরও পড়ুন