কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও

news paper

জজ মিয়া, কটিয়াদী

প্রকাশিত: ১৫-৭-২০২৫ বিকাল ৫:৩৯

27Views

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলছে। এই কর্মসূচি পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

মঙ্গলবার (১৫ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সারাদেশের ন্যায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা '২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন' প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

এ সময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, "খুবই আনন্দঘন পরিবেশে চলছে আমাদের কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলছে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করবে, তারা জেলা পর্যায়ে লড়বে। পরে তারা জেলাতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে লড়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মুরুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাছিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


আরও পড়ুন