জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

news paper

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট

প্রকাশিত: ১৫-৭-২০২৫ বিকাল ৫:৩৬

27Views

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে জয়পুরহাটে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লুন নাজমা বেগম এবং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম প্রমুখ।

সভায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।


আরও পড়ুন