কমলগঞ্জে চা বাগানের লেক থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

news paper

রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)

প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ২:১৪

53Views

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের লেক থেকে পিনু বাউরি (২৪) নামের একজন অস্থায়ী চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশনের লেক থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত পিনু বাউরির বাড়ি শমশেরনগর চা বাগানের নতুন টিলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হন। পরে সারাদিন তার মা ছেলেকে খোঁজাখুঁজি করে কোথাও পাননি। পরদিন সকালে চা শ্রমিকরা লেকের দিকে কাজে গেলে পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ি থানাতে নিয়ে আসে।

ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আনিসুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গতকাল আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, নিহত শ্রমিক মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।"


আরও পড়ুন