বাঘায় বিএনপি'র বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন

news paper

আবুল হাশেম, বাঘা

প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ২:১১

12Views

রাজশাহীর বাঘায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে।

গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে বাঘার ঐতিহাসিক ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মোটরসাইকেল নিয়ে শোডাউনের মাধ্যমে কর্মসূচি পালন করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তাফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি অ্যাড. ফিরোজ আহমেদ রনজু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, "তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"


আরও পড়ুন