নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

news paper

শহীদুল ইসলাম নেত্রকোনা

প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৪৭

113Views

নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার একটি র‍্যালি বের হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’। এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে নেত্রকোণায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জেলায় র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সেবাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল হক ভূঁইয়া এবং সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. কৃপা নাথ পাল সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরও পড়ুন