খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ: "দেশকে অস্থির করার ষড়যন্ত্র রুখে দেব"
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৬:১৯
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। গোপন তৎপরতায় জনতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১৪ জুলাই, ২০২৫) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং সাবেক জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন।
বক্তারা বলেন, গুপ্ত বাহিনী সারাদেশে ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। অদৃশ্য শক্তির দেশকে অস্থির করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়ে তারা বলেন, জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবে না। বক্তব্যে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দরা।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম অনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী দাস, দপ্তর সম্পাদক মো: রফিক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।