জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

news paper

প্রবীর চৌধূরী রিপন

প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৬:৫

88Views

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মার্কেটের সামনে 'জুলাই স্মৃতিস্তম্ভের' ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারি সড়ক মোড় পৌর মার্কেটের সামনে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো: ইশতিয়াক ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি), জেলা জামায়াতে ইসলামের আমীর মোবারক হোসেন আকন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বায়েজিদুর রহমান সিয়াম প্রমুখ। এছাড়া জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতারাও উপস্থিত ছিলেন।


আরও পড়ুন