চৌগাছায় পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণ ও রুপার অলংকারসহ নগদ টাকা উদ্ধার
প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৬:৫
যশোরের চৌগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার একজন আসামিকে আটক করেছে। একই সাথে তার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকাসহ বেশ কিছু স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই ব্যক্তিকে আটক ও উল্লেখিত টাকা ও অলংকার উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের জহিরুল ইসলামের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে যায়। এই ঘটনায় জহিরুলের স্ত্রী মেহবুবা বাদী হয়ে গত ২ জুলাই সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ঘটনার তদন্ত শুরু করে। একপর্যায়ে নিশ্চিত হয়ে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফ, এসআই সলিমুল হক, এসআই মিজানুর রহমান, এসআই উত্তম কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাতে একই গ্রামের নাজির আলীর ছেলে হাসান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর হাসান আলীর স্বীকারোক্তিতে ওই বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন বিক্রির নগদ ৮০ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের চুড়ি, কানের দুল ২ জোড়া, ৫টি আংটি, কানের বেলকুলি ১ জোড়া, কানের রিং ১ জোড়া, রুপার ২ জোড়া নুপুর, চুড়ি ২ জোড়া ও ১টি আংটি উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন আসামি আটক, নগদ টাকা ও অলংকার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হাসান আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।