ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

news paper

এম এ মালেক (ধামইরহাট)

প্রকাশিত: ১৪-৭-২০২৫ বিকাল ৫:৫৪

9Views

নওগাঁর ধামইরহাটে ৬টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে জেলা কমিটির অনুমোদিত ভোটার তালিকা প্রত্যাখ্যান করে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন কর্তৃক তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার প্রতিবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই (সোমবার) দুপুর ২টায় ধামইরহাট প্রেস ক্লাবে উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল আমিনকে অবাঞ্ছিত ঘোষণা করে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ, উমার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল হোসেন, আড়ানগর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম কবির মিল্টন, জাহানপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রোকন উদ্দিন, ইসবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, মহিলাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, ‘কমিটির তালিকা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণের স্বাক্ষরে ও সম্মতিতে প্রস্তুত করা হলে জেলা কমিটি তা অনুমোদন দেন। সেখানে আপত্তি থাকলে যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করে দলীয় কার্যালয়ের সামনে তালিকা ছিঁড়ে ফেলা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংগঠনিক শাস্তির দাবী জানাচ্ছি।’ উল্লেখ্য, আগামী ১৯ জুলাই ধামইরহাট উপজেলার বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন