সিংড়ায় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান

news paper

এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর

প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৪৩

22Views

নাটোরের সিংড়া উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাঝারুল ইসলাম।

সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মোট ৮৮ বান্ডিল ঢেউটিন এবং ২ লাখ ৬৪ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে গড়ে তিন বান্ডিল ঢেউটিন এবং ৯ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন খান, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, প্রচার সম্পাদক মোতালেব হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে।


আরও পড়ুন