ডিআইইউতে ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৪:৬
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সম্প্রতি ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।
‘Higher Studies Abroad (Chapter USA)’ শীর্ষক এই সেমিনারে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে GRE ও TOEFL পরীক্ষার গাইডলাইন, স্টেটমেন্ট অব পারপাস (SOP), লেটার অব রিকমেন্ডেশন (LOR), একাডেমিক সিভি তৈরি এবং প্রফেসরের সাথে ইমেইল যোগাযোগের কৌশলসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
সেমিনারে মূল বক্তা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব গোবিন্দ কীর্তনিয়া, যিনি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী হিমু এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সানিউল হক মাহী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি কম্পিউটার সায়েন্স ও পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
আয়োজনের মূল পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সানিউল হক মাহী ও একই বিভাগের প্রভাষক জনাব আব্দুল আউয়াল রাব্বি।
সেমিনার সম্পর্কে তত্ত্বাবধায়ক জনাব মাহী বলেন, "সঠিক পরিকল্পনা ও গাইডলাইনের মাধ্যমে উচ্চতর শিক্ষার অজানা পথের দ্বার উন্মোচিত হবে। এছাড়া শিক্ষাজীবনে গবেষণা বিষয়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে, ইন্টারন্যাশনাল জার্নাল ও কনফারেন্স পেপার প্রকাশের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রতিযোগিতার বাজারে নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং তার উচ্চতর শিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি পাওয়া ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে।"
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা এমন আরও সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের বিষয়ে আশা প্রকাশ করেছেন।