বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম ভস্মীভূত
প্রকাশিত: ১৪-৭-২০২৫ দুপুর ৩:১৩
আজ (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসের পশ্চিম পাশের কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও কম্পিউটার মনিটরসহ প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
নির্বাচন অফিসের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক মো. শফিউল আলম। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল হাই বলেন, "ব্যালট পেপার, ব্যালট বক্স, কম্পিউটারসহ বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।" তিনি আরও জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।