গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ১৩-৭-২০২৫ রাত ১০:৪৩
১৩ জুলাই রবিবার ২০২৫, ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ এতে সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মো: আলি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের তেজগাঁও আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া।
এছাড়াও যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খান দীপক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক সুজন আহমেদ মানিক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুল রশিদ মামুন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মো: সোলায়মান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি কাজী ইলিয়াস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।