গোপালগঞ্জে নিহত গৌতমের পরিবারের পাশে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী

news paper

কাজী ওহিদ, মুকসুদপুর

প্রকাশিত: ১৩-৭-২০২৫ বিকাল ৫:৫৬

189Views

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী দুর্বৃত্তের হামলায় নিহত গৌতম গাইন (৩৫)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। ১৩ জুলাই রবিবার সকালে শতাধিক নেতাকর্মীর সাথে নিয়ে তিনি নিহত গৌতম গাইনের বাড়িতে যান এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সান্ত্বনা ও সহমর্মিতা প্রকাশ করেন। স্ত্রী মিলি বৈরাগী, মেয়ে সাগত গাইন ও ছেলে অনন্ত গাইনের পাশে থেকে আইনের সকল সহযোগিতা করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

এ সময় তিনি বলেন, "দেশে এভাবে আর কেউ যেন পিতা-হারা না হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর বাংলাদেশে ঘটবে না ইনশাআল্লাহ। আমরা গৌতম গাইনের পরিবারের পাশে থেকে সকল প্রকারের আইনের সহযোগিতা করে যাবো।"

উপস্থিত সংবাদ কর্মীদের আব্দুল হামিদ বলেন, "আপনারাও পুলিশের পাশাপাশি অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করে তা মিডিয়ায় ছড়িয়ে দিন।" এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আল-মাসুদ খান, জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়ন শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ, ননীক্ষীর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদুর রহমান, রাসেল শেখসহ জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গৌতম গাইন জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় গত ৯ জুলাই বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিখোঁজ হন। ১১ জুলাই শুক্রবার আনুমানিক দুপুর ১টায় মাদারীপুর-গোপালগঞ্জ বিল রোড ক্যানেল (নদী) থেকে তার লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদরের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্র।


আরও পড়ুন