কোনো শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়নি, দাবি জবি ছাত্রদলের

news paper

তরিকুল ইসলাম, জবি

প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১:৪১

55Views

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি ছাত্রদল। রোববার (১৩ জুলাই) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত এবং ছাত্রদলের কর্মীদের উপর সুস্পষ্ট হামলার সাথে যুক্ত রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে সংগঠিত ভুল বোঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনায় সম্মানিত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সাথে কোনো হামলার ঘটনা ঘটেনি।" শিক্ষার্থীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ করে বলা হয়, "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘটনার দিনই লিখিতভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। আশা থাকবে তদন্তের মাধ্যমে সকল তথ্য প্রমাণ বিশ্লেষণ সাপেক্ষে ঘটনার জট খুলে যাবে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ রইলো।"

এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরকে গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সাথে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের উপরও হামলা ও মারধর শুরু করে তারা।

এ ঘটনায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলায় জড়িতদের বিচার দাবি করেন।


আরও পড়ুন