তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ হবে: জুড়ীতে খন্দকার আব্দুল মুক্তাদির
প্রকাশিত: ১৩-৭-২০২৫ দুপুর ১২:৩৩
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, "আমরা দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি। একটি স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের ওপর মানুষের মালিকানা পুনঃ প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে। মানুষ নিজ দেশের সাথে যে সম্পৃক্ততা হারিয়ে ফেলেছিল আমরা তা ফিরিয়ে আনতে চাই। একমাত্র নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতা, আইনের শাসন ও অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বিচার বিভাগসহ যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিচ্যুতি হয়েছে তা আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা স্বল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাই। প্রধান উপদেষ্টা যিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যৌথ বৈঠক করে রমজানের আগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় জাতি স্বস্তি পেয়েছে। আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই। যাতে একটি নির্বাচিত সরকার আগামী পাঁচ বছর তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এই দেশটিকে বিচ্যুতির হাত থেকে উদ্ধার করে পুনরায় একটি সঠিক পথে যাত্রা করতে পারে।" শনিবার (১২ জুলাই) বিকেলে জুড়ীতে যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদের আমন্ত্রণে ও জাগরণ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আসাদ উদ্দিন বটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সমস্ত জুলুম-হামলা, মামলা উপেক্ষা করে আমরা রাজপথে আন্দোলন করেছি। সর্বশেষ যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে সেই ছাত্র-জনতার আন্দোলনের নেপথ্যে ছিলেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্বে দিয়ে আগামী নির্বাচনী বৈতরণী পার হয়ে এদেশের মানুষকে আবার বাঁচার আশা যোগাবেন।"
জাগরণ সমাজ কল্যাণ সংস্থা'র সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট ল কলেজের সাবেক এজিএস ও মিশিগান বিএনপি'র সদস্য সৈয়দ মোশাররফ চৌধুরী লিটু, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. মুদাব্বির হুসেন মুনিম, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রেজা, সিলেট কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শুয়াইব আহমদ শোয়েব, মিশিগান বিএনপির সদস্য মোহাম্মদ মুমিন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুর ইসলাম মোমিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম রাজ্জাক রুমেল, জুড়ী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুহাইমিন শামিম, হাবিবুর রহমান আছকর, শাহীন আহমেদ রুলন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী শোয়েব, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সিলেট বিএনপি নেতা ফয়েজ আহাদ মুরাদ, হাজী এম এ মান্নান, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মকদ্দস আলী প্রমুখ।
ফাইনাল খেলায় গোয়ালবাড়ী টাইগার্স প্রবাসী যুব সংঘ ভুকশিমইল কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।