আনোয়ারায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারি: বসতঘর লুটপাটের অভিযোগ
প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:৫৯
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মারামারি ও বসতঘর ভাঙচুর করে লুটপাটের ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেছেন রুবি আকতার নামের এক গৃহিণী। এর আগের দিন বৃহস্পতিবার পরীক্ষা শেষে স্কুল থেকে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত এক শিক্ষার্থীর পিতা মো. আবুল বশরও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে পশ্চিম বৈরাগ নেওয়াজ তালুকদারের বাড়ীর রুবি আকতারের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত বিবাদীরা হলেন: পশ্চিম বৈরাগ হুন্দীপ পাড়া ০৯ নং ওয়ার্ডের মৃত ওন্দা মিয়ার পুত্র আবুল বশর, মোহাম্মদ ইছহাকের পুত্র মো. শাকিব (২৪), আয়ুব আলীর পুত্র জানে আলম (২৬), আবুল বশরের পুত্র মোহাম্মদ সেলিম (১৮), আনিছ ইসলামের পুত্র মাইনুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৪০ জন।
ভুক্তভোগী বাদী রুবি আকতার জানান, "কিছুদিন আগে খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিবাদীদের সাথে আমার ভাতিজার একটি ঝামেলা হয়। এই ঘটনা নিয়ে বিবাদীগণ গত বৃহস্পতিবার আমাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় অভিযোগ দিলে সেই ঘটনা সমাধান হওয়ার কথা ছিল। ঘটনার দিন আমি বাজারে গেলে বিবাদীরাসহ আরও অজ্ঞাত ৪০ জন মতো বহিরাগত লোক নিয়ে আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে আমার ঘরে হামলা চালায়। এসময় ঘরে কেউ না থাকায় তারা আমার ঘর থেকে নগদ দুই লাখ টাকা এবং দুই ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এবং আমার ঘরের সমস্ত আসবাবপত্রসহ একটি স্মার্ট টিভি ভাঙচুর করে। পরবর্তীতে আমি ঘরে এসে দেখি তারা আমার ঘর ভাঙচুর করতেছে। এমতাবস্থায় বাঁধা দিলে তারা আমাকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজসহ হুমকি দিয়ে চলে যায়।"
এই ঘটনার বিষয়ে প্রতিপক্ষ বিবাদী আবুল বশরের কাছে জানতে চাইলে তিনি বলেন, "অভিযোগে শিক্ষার্থীর পিতা মো. আবুল বশর জানান, তাদের সাথে ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়। এরই জের ধরে স্কুল থেকে ফেরার পথে আমার ছেলের ওপর হামলা করে। গতকালের ঘটনায় উভয় পক্ষের হাতাহাতির বিষয় নিয়ে এলাকার স্থানীয় মেম্বার ও মুরব্বিদের নিয়ে একটি বৈঠকে সমঝোতার সিদ্ধান্ত হয়, আপনি তাদের সাথে কথা বলুন জানতে পারবেন।"
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, "ফুটবল খেলাকে কেন্দ্র করে বৈরাগ আর হুন্দীপ পাড়া দুই গ্রুপের মারামারির ঘটনা নিয়ে থানায় উভয় পক্ষ দুটি অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"