ফ্যাসিবাদের মুল উপড়ে ফেলা হবেঃ ইয়াসিন আরাফাত

news paper

আল-মামুন,খাগড়াছড়ি

প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:৫৬

29Views

খাগড়াছড়িতে সাংগঠনিক প্রস্তুতি ও মতবিনিময় সভা করেছে জাতীয় যুব শক্তি-এনসিপি’র খাগড়াছড়ি জেলা কমিটি। শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটি গঠনের লক্ষ্যে বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে এই আয়োজন করা হয়।

জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্য হারিচুর রহমান রনি’র সভাপতিত্বে এবং খাগড়াছড়ি জেলা সংগঠক মো. ইসমাইল হোসেন-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত।

বিশেষ অতিথি ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রাদিথ বিন জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চল সংগঠক প্রতিনিধি অ্যাড. মঞ্জিলা আক্তার ঝুমা প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন যুব শক্তির খাগড়াছড়ি জেলা সংগঠক আবদুর রহমান সাইদ, আকলিমা আক্তার, ফিমা প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি জানিয়ে বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো নতুন স্বৈরাচারের সৃষ্টিকারীরা সারাদেশে অপতৎপরতা চালাচ্ছে। আর বেশি দিন নয়, ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা হবে। স্বৈরাচারী কোনো শক্তিকে চাঁদাবাজি, লুটপাট করতে দেওয়া হবে না।

নেতৃবৃন্দরা যুব শক্তিকে যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করার আহ্বান জানান এবং মাতৃভূমিকে সবার উপরে রাখতে হবে বলে উল্লেখ করেন। রক্তচক্ষুকে উপেক্ষা করে নিষ্ঠার সাথে কাজ করে দেশবাসীর সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বানও জানান তারা।

প্রধান অতিথি মন্তব্য করেন, পাথর মেরে হত্যাকাণ্ডের মতো রাজনীতি কেউ চায় না। সাম্প্রদায়িক ঘটনার রেশ টেনে তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে, সুন্দর স্বপ্নের বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না।


আরও পড়ুন