কোনাবাড়ী হরিণতলা এখন দর্শনার্থীদের কাছে 'মিনি কক্সবাজার'

news paper

মোখলেছুর রহমান, কোনাবাড়ী

প্রকাশিত: ১২-৭-২০২৫ বিকাল ৫:১১

71Views

থই থই পানি আর ঢেউ। সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা। ইঞ্জিন চালিত নৌকার পাশাপাশি ছোট ডিঙ্গি নৌকাও পর্যটকদের নিয়ে ছুটে চলছে। এছাড়াও বিশাল জলরাশির ওপর ভেসে থাকা কচুরিপানা ও জলরাশির ওপারে দিগন্ত রেখায় গ্রামগুলোকে দেখলে মনে হয় যেন শিল্পীর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা সবুজ রঙের খেলা।

গাজীপুরের কোনাবাড়ী হরিণতলা বাইমাইল বিলটি এখন স্থানীয়দের কাছে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বিশেষ করে বর্ষায় বিলের অপার জলরাশি দেখতে এবং প্রিয়জনদের নিয়ে নৌকায় ঘুরতে ঢল নামে পর্যটকদের। ভ্রমণপিপাসুদের কাছে এটি এখন মিনি কক্সবাজার। আবার কেউ কেউ বলছেন এটি গরিবের মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি লাভ করেছে।

গাজীপুরের তুরাগ নদী ঘেঁষা বাইমাইল বিলটিতে এখন পানি থই থই করছে। পর্যটকরা আসছেন পরিবার পরিজন নিয়ে। আবার অনেকেই আসছেন প্রিয়জন নিয়ে। প্রিয়জনদের নিয়ে পর্যটকরা সাম্পান লেক ভিউ ক্যাফে এবং রবিন ফুড ক্যাফেতে বসে ফুচকা, চটপটি, কফি ও আড্ডায় মেতেছেন।

বকুল হোসেন নামে এক পোশাক শ্রমিক বলেন, "পরিবার নিয়ে ঘুরতে এসেছি। নৌকায় চড়ে ভাঙা ব্রীজ যাবো। অন্যদিন সময় পাই না তাই আজকে এসেছি।" সাবিনা ইয়াসমিন নামে এক নারী শ্রমিক বলেন, "বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি।"

শ্যালো ইঞ্জিন চালিত নৌকা চালক দয়াল বলেন, "হরিণতলা থেকে বাসনের ভাঙা ব্রীজ পর্যন্ত আপডাউন ৫০ টাকা করে নিচ্ছি। আসার সময় কড্ডা ব্রীজ হয়ে পর্যটকদের ঘুরিয়ে নিয়ে আসা হয়।"

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন বলেন, "পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ টিম কাজ করছে।"


আরও পড়ুন