'আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৪:৬
'আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা' শীর্ষক একটি সেমিনার আজ, শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুরে জয়পুরহাট শহরের সবুজ নগর জাকস ফাউন্ডেশনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরাম এই সেমিনারের আয়োজন করে।
জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের আহ্বায়ক নুর ই আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, চেম্বারের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনুর রশিদ, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জেলার সুধী ব্যক্তিরা।
এ সময় জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ ১৯টি উন্নয়ন প্রকল্প জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট পেশ করা হয়। জেলা প্রশাসক জয়পুরহাটের বিভিন্ন সমস্যা এবং উন্নয়ন কর্মকাণ্ডের কথা শোনেন এবং তা সমাধানের ও বাস্তবায়নের আশ্বাস দেন।