ঘোড়াঘাটে দখলীয় সম্পত্তি বে-আইনী হস্তক্ষেপ বন্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

news paper

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট

প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ৩:২১

106Views

দিনাজপুরের ঘোড়াঘাটে এমএফআরও (জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর) কর্তৃক উপজেলার ৫টি কলোনীর অধীন ১৪টি মৌজায় ১৩৭৫ একর এস.এ রেকর্ডীয় মালিকদের সম্পত্তিতে বে-আইনী হস্তক্ষেপের প্রতিবাদ এবং আইনগত সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বেশ কিছু দাবি উল্লেখ করে ১৮০ জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।

আজ, শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে ঘোড়াঘাট-হিলি রোডে উপজেলার ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর কলোনীবাসীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলোনীবাসীদের পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, জাতীয় নাগরিক কমিটি (এস.সি.পি) উপজেলা সমন্বয়ক প্রভাষক আব্দুল মান্নান সরকার, গ্রামের বাসিন্দা জালাল উদ্দীন, সরফরাজ আহমেদ দুলাল, রাকীব হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সরকার ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সৈনিক মহাজেরদেরকে ১৪টি মৌজায় ৫ একর করে ১৩৭৫ একর জমি এককালীন লীজ প্রদান করে। পরবর্তীতে মহাজের সৈনিকগণের নামে এসএ রেকর্ডভুক্ত হলেও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা এমএফআরও কর্তৃক সেনা ক্যাম্প স্থাপন করে কলোনীর বাসিন্দাদের বাড়িঘর নির্মাণে বাধাসহ ৯৯ বছরের লীজ নেওয়ার জন্য জোর জুলুম ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বক্তারা বিষয়টি নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে ৫টি কলোনীসহ উপজেলার প্রায় ২ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন