জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার জুলাই জাতীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

news paper

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ

প্রকাশিত: ১২-৭-২০২৫ দুপুর ২:২৮

10Views

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত প্রার্থী মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেছেন, আগামী ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করার জন্য সকল জনশক্তিকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে।

আজ, শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এক প্রস্তুতি বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেন, "সংগঠনের প্রাণ হচ্ছে জনশক্তি। তাই কেন্দ্রীয় সংগঠনকে মজবুত ও গতিশীল করতে হলে দেশের সকল জনশক্তিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে হবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে দ্বারে ইসলামের বার্তা পৌঁছাতে প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে দাওয়াতি কার্যক্রমের পরিধি বৃদ্ধির কোনো বিকল্প নেই।" তিনি আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, "দেশে নতুন করে নির্বাচনী আবহাওয়া সৃষ্টি হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে অবসর নেওয়ার সুযোগ নেই, বরং একটি সফল ইসলামী বিপ্লব সাধনের জন্য ময়দানে অকুতোভয় সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।" তিনি আগামী জাতীয় সমাবেশকে সামনে রেখে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সার্বিক সাংগঠনিক প্রস্তুতি, দাওয়াতি তৎপরতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মিডিয়া ব্যবস্থাপনায় আরও সচেতন ও দক্ষ হওয়ার আহ্বান জানান। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় এবং দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে সকলকে ময়দানে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রস্তুতি বৈঠকে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, সহ-সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ, তরবিয়ত সেক্রেটারি মোহাম্মদ জাফর ইকবাল, তথ্য সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খাঁন, আদর্শ শিক্ষক ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, পেশাজীবী সভাপতি আব্দুল ওয়াদুদ কাউছার প্রমুখ।


আরও পড়ুন