সিন্ডিকেশন ফাইন্যান্সিংয়ে কর্পোরেট পরামর্শ দিতে খুশি কম্পোজিট ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

news paper

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১-৭-২০২৫ রাত ১১:৫০

86Views

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড-কে খুশি কম্পোজিট লিমিটেড-এর ২০০ কোটি টাকার সিন্ডিকেশন ফাইন্যান্সিং উদ্যোগের কর্পোরেট উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

খুশি কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ খুরশিদ আলম এই অংশীদারিত্বের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদাত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম জনাব মো. মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শিবলী আমরান, হেড অব পোর্টফোলিও জনাব রাহাত-উল-আমিন

আগামী দিনে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমে প্রবৃদ্ধি এবং উদ্ভাবনী উদ্যোগকে স্বাগত জানাতে কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।


আরও পড়ুন