আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেপ্তার

news paper

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:১৮

11Views

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্না (৩৫) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সন্ধ্যায় আদমদীঘির সান্দিড়া পশ্চিমপাড়া জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর থেকে ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌরসভা এলাকায় ডিউটি করার সময় তিনি জানতে পারেন যে সান্দিড়া পশ্চিমপাড়ায় মাদক বেচাকেনা চলছে। এ সময় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর পৌঁছামাত্র অপর কয়েকজন পালিয়ে গেলেও মুন্না নামের ওই মাদককারবারিকে আটক করা হয়। তার হেফাজতে বিশেষ কায়দায় রাখা ২৫ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন