কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:৮
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে বিশেষ তল্লাশি চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৯ হাজার ৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) ভোরে মিরপুরের একটি চেকপোস্টে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে মাদক পরিবহনের সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজিবির একজন কর্মকর্তা জানান, “মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি।”
এ ধরনের অভিযান মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।