কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ

news paper

চাঁদ আলী, কুষ্টিয়া

প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:৭

63Views

কুষ্টিয়া সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) সকালে সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের একটি গাছ থেকে রফিকুল ইসলাম (৫০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন এবং বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবার।

লাশ উদ্ধারের পর এলাকাবাসী ও নিহতের স্বজনরা হত্যার অভিযোগ তুলে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তারা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, রফিকুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আরও পড়ুন