৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:৬
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন। আজ (১১ জুলাই, শুক্রবার) দুপুরে উপজেলার হারারবাড়ি এলাকায় তিনি এই কর্মসূচি পালন করেন।
এ সময় গ্রামবাসীদের উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন, "শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাকে নিজ এলাকায় আসতে দেয়নি। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি থেকে সর্বশেষ কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী হায়েনাদের হামলা, মামলায় জর্জরিত হয়েও তারেক রহমানের নির্দেশে প্রতিটি দলীয় কর্মসূচি পালন করেছি।" তিনি আরও উল্লেখ করেন, পুলিশের মারধরের শিকার হলে তাকে হাসপাতালেও ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছে এবং ক্রসফায়ারে নিয়ে চিরতরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
দুলাল হোসেন বলেন, "তথাপিও রূপগঞ্জবাসীর সেবায় পাশে ছিলাম। পূর্বাচলের আদিবাসীদের মাঝে প্লট বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করেছি। দলের নির্দেশ পালন করতে গিয়ে কারাবরণ, নির্যাতন আর দমন-পীড়নের শিকার হয়েছি। রূপগঞ্জের অন্য কোনো মনোনয়ন দাবিদারদের এ ধরনের রেকর্ড নেই। সুতরাং দলের সুবিচার, সুনজর পেলে রূপগঞ্জবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দেবো। আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়ে তুলবো।"