প্রতিবন্ধী নারীদের নিয়ে ড. আলী আফজাল ফাউন্ডেশনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

news paper

শামিম মৃধা, মহম্মদপুর

প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:২

6Views

নারী উদ্যোক্তা তৈরি এবং প্রতিবন্ধী নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে মহম্মদপুরে অনুষ্ঠিত হলো ২০ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান। আজ (১১ জুলাই ২০২৫) সকাল ১০টায় ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় তাদের তৈরি পাটজাত পণ্য।

ড. আলী আফজাল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন বয়সী বিশেষভাবে সক্ষম নারীরা। প্রশিক্ষণের মাধ্যমে তারা পাট দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্প পণ্য তৈরিতে দক্ষতা অর্জন করেন এবং নিজেদের তৈরি পণ্য প্রদর্শনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক ড. আলী আফজাল। তিনি বলেন, "নারী ও প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য এই উদ্যোগ একটি মাইলফলক। তারা আজ কেবল প্রশিক্ষণই গ্রহণ করেনি, বরং নিজের পায়ে দাঁড়ানোর সাহস ও আত্মবিশ্বাস অর্জন করেছে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের পরিবারবর্গ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনী আগত অতিথিদের মন জয় করে নেয়।

স্থানীয় জনগণের মতে, এমন প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত হলে অসংখ্য নারীর জীবন বদলে যেতে পারে। ড. আলী আফজাল ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আরও পড়ুন