জারা কার হাউজের ঢাকা শাখার শুভ উদ্ভোদন
প্রকাশিত: ১১-৭-২০২৫ বিকাল ৬:১
শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকাল ৪টায় তেজগাঁও গুলশান লিংক রোডের সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পূর্ব পাশে জারা কার হাউজের ঢাকা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব।
তার বক্তব্যে সাইফুল আলম নিরব বলেন, "বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে লুটপাট ও চাঁদাবাজির কারণে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি।" তিনি জারা কার হাউজের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
প্রতিষ্ঠানের কর্ণধার ও চেয়ারম্যান রাকিবুল হাসিব (রাকিব) বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে বগুড়া ও বরিশালে ব্যবসা পরিচালনা করে আসছি। আজ ঢাকা মেইন শাখার শুভ উদ্বোধন করলাম, আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
সিইও (CEO) মামুনুর রশিদ জানান, তারা দীর্ঘ ১৬ বছর সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। কাস্টমারের চাহিদা অনুযায়ী সব ধরনের রিকন্ডিশন, নতুন এবং নম্বর করা পুরাতন ভালো মানের গাড়ি বিক্রয় করা হয়। তিনি বলেন, বর্তমানে নম্বর প্লেট গাড়ির চাহিদা অনেক বেশি। তাদের শোরুমে গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করে শতভাগ ফিটনেস ঠিক থাকলে তবেই বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়। বর্তমানে COROLA, X COROLA, Premio, Allion, Toyota গাড়ির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি। তবে গ্রাহকের চাহিদা অনুযায়ী তারা সব ধরনের গাড়ি আমদানি করে থাকেন।
এছাড়াও অনুষ্ঠানে পরিচালক নুর উদ্দিন মোহাম্মদ সাব্বির ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।