এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে ডামুড্যা উপজেলায় সেরা তাসনিম আক্তার জেরিন

news paper

শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা

প্রকাশিত: ১১-৭-২০২৫ দুপুর ১২:৩২

1239Views

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১২২৮ নম্বর পেয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আক্তার জেরিন। এই মেধাবী শিক্ষার্থী সরকারি পূর্ব মাদারীপুর কলেজের লেকচারার শিরিন আক্তার ও শিক্ষক বাবুল আক্তার-এর মেয়ে। তাসনিম আক্তার জেরিন শামীম খান ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শরীয়তপুর জেলার মধ্যে সেরা ফলাফল করেছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও পারিবারিক সূত্রে জানা যায়, তাসনিম আক্তার জেরিন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২২৮ নম্বর পেয়ে ডামুড্যা উপজেলায় ১৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সে। বড় হয়ে সে একজন প্রকৌশলী হতে চায় এবং এর জন্য সকলের দোয়া প্রার্থী। সে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী।

শিক্ষার্থীর বাবা বাবুল আক্তার তার সন্তানের ফলাফলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান হোসেন জানান, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় ৮২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এ প্লাস পাওয়া ৬ জনের মধ্যে একমাত্র তাসনিম আক্তার জেরিন ১৩০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২২৮ নম্বর পেয়ে কৃতকার্য হওয়ায় তারা গর্বিত। তিনি তার সাফল্য ও মঙ্গল কামনা করেন।

ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।


আরও পড়ুন