অনলাইন পত্রিকার সম্পাদকসহ ৫ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০-৭-২০২৫ রাত ১১:৫

30Views

রাজবাড়ীর বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ ও তার পরিবার সম্পর্কে মানহানিকর সংবাদ প্রকাশের ঘটনায় অনলাইন পত্রিকা ‘সকালের খবর ২৪ ডট কম’ এর সম্পাদক ও প্রকাশক সহ ৫ জনের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দিয়েছে আদালত। এতে আগামী ২৪ সেপ্টেম্বর অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মানহানিকর সংবাদ প্রকাশের ঘটনায় রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও আরএস অটো ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেড এর পরিচালক মোছা. রোকেয়া বেগম এর দায়েরকৃত মামলায় প্রদত্ত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা শেষে বিচারক মো. হায়দার আলী এ আদেশ দেন। এতে সরকারী অনুমোদন বিহীন প্রকাশিত অনলাইন পত্রিকা সকালের খবর ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা মো. সাইমুন রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক ঝালকাঠির নলছিটির আখি আক্তার, বার্তা সম্পাদক মো. মাহবুব হোসেন, লক্ষীপুরের রামগঞ্জ এলাকার জাকির হোসেন এবং শরীয়তপুরের গোসাইরহাট এলাকার দীন ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণে প্রকাশ, ২০২৪ সালের ১৯ মার্চ সকালের খবর ২৪ ডট কম অনলাইন পোর্টালে রোকেয়া বেগমের ভাই আবুল কালাম আজাদ সহ তার পরিবার সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় রোকেয়া বেগম নিজে বাদী হয়ে গত বছরের ২৮ মার্চ রাজবাড়ী সদর আমলী আদালতে দন্ডবিধির ৫০০-৫০১ ধারায় ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালত রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশের প্রেক্ষিতে  মো. মনিরুজ্জামান খান গত ১০ সেপ্টেম্বর রাজবাড়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে মামলায় উল্লেখিত ৩ জন সহ তদন্তেপ্রাপ্ত আরও ২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। 
বৃহস্পতিবার উক্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. হায়দার আলী এ আদেশ দেন। আদালতে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী খান মোহাম্মদ জহুরুল হক।


আরও পড়ুন