গাইবান্ধার ফুলছড়িতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ, গ্রেপ্তার ২

news paper

মজিবর রহমান, গাইবান্ধা

প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৭

100Views

গাইবান্ধার ফুলছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ফুলছড়ি থানার উপপরিদর্শক হীরক কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল বুধবার বিকাল ৪টা থেকে দিবাগত রাত ৮টা পর্যন্ত চার ঘণ্টার এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) এবং একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (৩০)।

যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকার চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন, একটি টিউবওয়েল ও দুটি মোবাইল জব্দসহ বালু ব্যবসায়ী এনামুল হক ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে ড্রেজার মেশিন দুটি পাইপ হ্যামার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরে রাতেই জব্দ করা সরঞ্জামাদিসহ গ্রেপ্তারকৃতদের ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও পড়ুন