ফুটবল খেলা নিয়ে মামলা: পঞ্চগড়ে ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন
প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:৫৩
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মারামারির ঘটনায় মনসুর আলী নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও মামলার প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী মনসুর আলী বলেন, গত পহেলা জুলাই তার ছেলেসহ এলাকার শিশুরা তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলতে যায়। সেখানে বাকবিতণ্ডার জেরে স্থানীয় আইনজীবী সনেট হোসেনের ভাতিজার সাথে মারামারির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সনেট হোসেনের লোকজন তাদের পরিবারের ওপর হামলা চালায়।
মনসুর আলী আরও অভিযোগ করেন যে, সনেট হোসেন আইনজীবী হওয়ায় ঘটনার পরদিনই তাদের ওপর আদালতে মামলা দায়ের করেন। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা বাজারে সনেট হোসেনের পরিবার তার বিরুদ্ধে কোটি কোটি কালো টাকা, পঞ্চগড় শহরে চারতলা বাড়ি এবং ভূমিদস্যুতাসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে। এছাড়াও মামলার ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতে কোনো আইনজীবীকে শুনানিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন মনসুর আলী। তিনি বলেন, "সনেট, আল আমিন, আসাদ সহ তারা পাঁচ ভাই আইনজীবী বলে আমাদের হুমকি দিচ্ছে।"
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম, প্রতিবেশী রাশেদুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মনসুর আলী সাতমেরা এলাকার কফিল উদ্দিনের ছেলে। সনেট হোসেন রায়পাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে এবং পঞ্চগড় জেলা জজ কোর্টের আইনজীবী।