টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

news paper

বিএম শামিম, টুঙ্গিপাড়া

প্রকাশিত: ১০-৭-২০২৫ দুপুর ৪:১৭

99Views

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় বর্নি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুলাই, ২০২৫) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার সময় টুঙ্গিপাড়া থানার একটি চৌকস টিম ওসি খোরশেদ আলমের নির্দেশে তাকে আটক করে। অভিযান পরিচালনা করেন এসআই মনির হোসেন ও এএসআই খালেকুজ্জামান।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি রাতে টুঙ্গিপাড়া থানার খান সাহেব শেখ মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার (নং: টুঙ্গী-২) এজাহারভুক্ত আসামি ছিলেন সামাদ মুন্সি। ওই মামলায় মোট ১০৫ জনকে নামীয় এবং ৪৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, "আসামিকে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।" ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এ গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, "অপরাধী অপরাধীই, দলীয় পরিচয় দেখে নয় বরং আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হয়েছে।"


আরও পড়ুন